odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মোহনগঞ্জে গরুসহ তিন চোর গ্রেফতার

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ৯ August ২০২৩ ১৫:৪৫

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ৯ August ২০২৩ ১৫:৪৫

নেত্রকোনার মোহনগঞ্জে চোরাই গরুসহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে তাদের মোহনগঞ্জ পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন—উপজেলার শেওড়াতলী গ্রামের রোকন মিয়ার ছেলে রনি মিয়া (২৮), নাগডরা গ্রামের রাজধর মিয়ার ছেলে জুয়েল মিয়া ওরফে বাবু (২০) ও বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের মো. হাশিম উদ্দিনের ছেল হিমেল মিয়া (২২)।

অভিযান পরিচালনাকারী মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী জানান, রনি ও হিমেল চিহ্নিত গরু চোর চক্রের সদস্য। উপজেলায় অনেক গরু চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তদন্ত করে পাওয়া গেছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: