odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

মেসির ইনজুরি গুরুতর নয়: মিয়ামি কোচ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৫ August ২০২৩ ২৩:৫২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৫ August ২০২৩ ২৩:৫২

নতুন ক্লাবে যোগ দেওয়ার অল্প সময় পরই চোট পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। গতকাল সোমবার ইন্টার মিয়ামির অনুশীলনে তিনি চোট পান বলে জানা গেছে।

এর পর থেকেই বাংলাদেশ সময় বুধবার ভোরে লিগস কাপে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটিতে মেসির খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে মিয়ামির কোচ জেরার্দো মার্তিনো সবাইকে আশ্বস্ত করেছেন। মিয়ামি কোচের মতে, মেসির ইনজুরি খুব গুরুতর নয়। দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

ফিলাডেলফিয়া ম্যাচের আগে তিনি বলেছেন, ‘ঠিক কী হয়েছিল সেটা আমি দেখিনি। যদি খুব গুরুতর ব্যাপার হতো, তাহলে বাকি খেলোয়াড়দের মধ্যে তার প্রভাব দেখতে পেতাম।সবাই স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। তাই চিন্তার কোনো কারণ নেই।’



আপনার মূল্যবান মতামত দিন: