odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আল্লামা সাঈদীর মৃত্যুতে তানোরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ১৬ August ২০২৩ ০২:৫০

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ August ২০২৩ ০২:৫০

তানোর প্রতিনিধি: বিশ্ব ইসলামী চিন্তাবিদ বিশ্ববরেণ্য তাফসীর কারক হযরত আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে রাজশাহীর তানোরে গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেন জেলা ওলামা মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

মঙ্গলবার সকালের দিকে উপজেলার পাঁচন্দর ইউপির যোগীশো, তানোর পৌর এলাকার তালন্দ ও কামারগাঁ ইউপির পারিশো দূর্গাপুর মাঠে এবং বিকেলের দিকে কলমা ইউপির বিল্লি ঈদগায় ময়দানে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজার নামাজ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালের দিকে পাঁচন্দর ইউপির যোগীশো গ্রামে ও কামারগাঁ ইউপির পারিশো দূর্গাপুর মাঠে গায়েবানা জানাজার নামাজে আমি উপস্থিত ছিলাম। এছাড়াও পৌর এলাকার তালন্দ বাজারে গায়েবানা জানাযার নামাজে উপস্থিত ছিলেন সাবেক আমীর মাওলানা সিরাজুল ইসলাম এবং বিল্লি ঈদগাহ মাঠে মেম্বার জামাত নেতা সেকেন্দারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার নামাজে দলীয় নেতাকর্মী ছাড়াও আপামর জনসাধারণ অংশ নেয়।

নামাজ শেষে মহান আল্লাহর নিকট বিশ্বনন্দিত মুফাসসীর আল্লামা সাঈদীর আত্মার মাগফিরাত কামনা সহ কারাবন্দী নেতাদের মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত জামায়াত নেতা সাবেক এমপি দেলোয়ার হোসেন সাঈদী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় সোমবার রাত ৮ টা ৪০ মিনিটে মারা যান( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) এর আগে রোববার দুপুরের দিকে কাশিমপুর কারাগারে বুকের ব্যাথা অনুভব করায় কারা হাসপাতালে নেয়া হয় তাঁকে। সেখানে পরিক্ষা নিরিক্ষার পর কর্তব্যরত হ্নদরোগ বিশেষজ্ঞদের পরামর্শে গাজিপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এদিন রাতে বিএসএমএমইউয়ের কার্ডিওলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: চৌধুরী মেশকাত আহমদের তত্বাবধানে ভর্তি করা হয়। তিনি বিএসএমএমইউয়ের ডি ব্লকের দ্বীতিয় তলার সিসিইউ-২ এর ৬ নম্বর বেডে ভর্তি ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: