odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না : গণশিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ August ২০২৩ ১৬:৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ August ২০২৩ ১৬:৩২

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা ভেবেছিল বঙ্গবন্ধুর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, মুছে ফেলবে তার অবদান, কিন্তু ওরা কি পেরেছে মুছে ফেলতে? পারেনি আর পারবেও না।

এই দেশ যত দিন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ততদিনই বঙ্গবন্ধুর অবদান এবং চেতনা থাকবে। ওরা জানে না যে বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধু আজও বেঁচে আছে এদেশের বীর মুক্তিযোদ্ধাদের অন্তরে, বেঁচে আছে এদেশের সাধারণ জনগণের অন্তরে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে রৌমারী সরকারি সিজি জামান উচ্চ বিদ্যালয়ের হল রুমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন: