odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

আল হিলালে যোগ দিলেন মরক্কোর গোলরক্ষক বোনো

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৮ August ২০২৩ ২১:৪৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৮ August ২০২৩ ২১:৪৪

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। এরপর একে একে করিম বেনজিমা, সাদিও মানে, এনগালো কান্তে, রবার্তো ফিরমিনো, নেইমার জুনিয়ররা চলে এসেছেন সৌদি আরবে। এবার সৌদি প্রো লিগের দল আল হিলালে নাম লেখালেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। সৌদিতে বোনো খেলবেন নেইমারের সতীর্থ হয়ে। 

কাতার বিশ্বকাপে দারুণ পারফরম করা বোনোকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আল-হিলাল। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘মরক্কোর জাতীয় দলের গোলরক্ষক এবং স্প্যানিশ সেভিয়া ক্লাবের গোলরক্ষক ইয়াসিন বোনোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে আল-হিলাল ক্লাব কোম্পানির পরিচালনা পর্ষদ। তিন মৌসুমের চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলবেন তিনি।’



আপনার মূল্যবান মতামত দিন: