odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ August ২০২৩ ১৫:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ August ২০২৩ ১৫:২৯

জামালপুর থেকে ঢাকাগামী অগ্নিবিনা ট্রেনের তিনটি বগি ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় বগি তিনটি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবিনা ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক নাজমুল হক খান জানান, ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: