odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শ্রীনগরে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ৩০ August ২০২৩ ২১:৫৩

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ August ২০২৩ ২১:৫৩

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলায় কর্মরত সরকারী বিভিন্ন দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব ডঃ সৈয়দা ফারহানা নুর চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম,সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমির বসাক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মাহফুজা পারভীন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ মতিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ বারি, টিএস মোঃ শাকিল,বন কর্মকর্তা সেলিম হোসেন খান, ডিজিএম মদন গোপাল সাহা, অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর,মহিলা সংস্থার সভাপতি ফিরোজা বেগমসহ অন্যান্য দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে প্রধান অতিথির কাছে তাদের দাপ্তরির কার্যক্রম সংক্রান্ত সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন এবং প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানের জন্য আশ্বস্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: