odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বাংলাদেশের বিপক্ষে নিজেদের ‘ফেবারিট’ ঘোষণা আফগান কোচের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ September ২০২৩ ০৩:৫৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২ September ২০২৩ ০৩:৫৪

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে এমনিতেই প্রবল চাপে আছে বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কাও আছে। এই সুযোগে টাইগারদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান মনস্তাত্ত্বিক খেলা শুরু করে দিয়েছে। তাদের অফিসিয়াল ছবিতে লেগ স্পিন সুপারস্টার রশিদ খানকে দেখা গেছে ‘নাগিন’ রূপে! আর প্রেস কনফারেন্সে আফগান কোচ জোনাথন ট্রট তো নিজেদের ফেবারিট ঘোষণা করে দিলেন!

আগামী রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় শুরু হবে বাংলাদেশ-আফাগানিস্তান লড়াই।

আজ শুক্রবার সেই ভেন্যুতেই অনুষ্ঠিত হয়েছে আফগানিস্তান দলের সংবাদ সম্মেলন। দলের প্রতিনিধি হিসেবে কথা বলতে আসেন আফগান কোচ জোনাথন ট্রট। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রশ্ন আসে যে, বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে কোন দল ফেবারিট? জবাবে ট্রট নিজের গায়ের জার্সিতে থাকা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লোগোতে আঙুল দিয়ে দেখান!

এতে উপস্থিত কারোরই বুঝতে অসুবিধা হয়নি যে, ট্রট নিজেদেরকেই ফেবারিট ঘোষণা করেছেন! যদিও ট্রটের এই দাবি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। গত জুলাই মাসেই তো বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানরা।



আপনার মূল্যবান মতামত দিন: