odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ September ২০২৩ ১০:৩২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ September ২০২৩ ১০:৩২

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের টসই হবে ক্রিকেটীয় চরম অনিশ্চয়তাকে সাক্ষী করে। আজ বাংলাদেশের অধিনায়ক হয়ে যে টস করবেন নাজমুল হোসেন শান্ত, যাঁকে এক বছর আগেও তীব্র সমালোচনা শুনতে হয়েছে। সেই নাজমুলকে বিকল্প অধিনায়ক ভাবাতেও আর আপত্তি নেই সেদিনের সমালোচকদের। 

তৃতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ যথেষ্ট আলোচনার খোরাক জোগানোর কথা। তানজিদ হাসান তামিম ও জাকির হাসানের ইনিংস সূচনা করার সম্ভাবনা প্রবল। বোলিংয়েও ‘চোট’ আছে বাংলাদেশ দলের।

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার এড়াতে সেই সরল ক্রিকেট খেলার বিকল্প নেই নাজমুল হোসেনের দলের সামনে। সরল ক্রিকেট মানে ব্যাটারদের রান করতে হবে, উইকেট যতই দুর্বোধ্য হোক না কেন। 



আপনার মূল্যবান মতামত দিন: