odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ October ২০২৩ ১৭:১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ October ২০২৩ ১৭:১৩

কাল সংবাদ সম্মেলনে টস জেতার জন্য দোয়া চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু টস ভাগ্য সাকিবের পক্ষে যায়নি। মুম্বাইয়ে বাংলাদেশের বিপক্ষে টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে আগে ব্যাটিং বেছে নিতে দুবার ভাবেননি প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।

দুই দলই একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাংলাদেশ একাদশে নেই তাওহিদ হৃদয়। তার জায়গায় চোট কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব। চোটের কারণে আজ প্রোটিয়াদের একাদশে নেই লুঙ্গি এনগিদি।

বাংলাদেশ একাদশঃ 

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকাঃ

কুইন্টন ডি কক, রেজা হ্যানড্রিকস, ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লিজার্ড উইলিয়ামস ও জেরাল্ড কোয়েৎজি।



আপনার মূল্যবান মতামত দিন: