odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

সাকিবকে নিয়ে ম্যাথুসের ভাইয়ের কথার জবাব দিল গল টাইটান্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ November ২০২৩ ১৬:০১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ November ২০২৩ ১৬:০১

অ্যাঞ্জেলো ম্যাথুসের 'টাইমড আউট' বিতর্ক এখনো ক্রিকেট বিশ্বে উত্তাপ ছড়াচ্ছে। সর্বশেষ এই বিতর্কে ঘি ঢেলেছেন ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস। তাঁর দাবি, সাকিব আল হাসান যদি শ্রীলঙ্কায় খেলতে যান, তাহলে তাঁকে পাথর ছুড়ে মারবে সমর্থকরা। ম্যাথুসের ভাইয়ের এমন কথার পর বিবৃতি দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিবের দল গল টাইটান্স।

বিবৃতিতে গল টাইটান্স জানিয়েছে, 'দয়া করে মনে রাখবেন, একজন ব্যক্তির একটি কথা কখনোই পুরো দেশের মানুষের মতামতের প্রতিচ্ছবি হতে পারে না।একইভাবে শ্রীলঙ্কানদের আচরণ কখনোই এ রকম না। আমাদের দেশের সমর্থকরা যেকোনো দেশের ক্রিকেটারকে যেকোনো সময় সুন্দরভাবে স্বাগত জানাতে পারে।'



আপনার মূল্যবান মতামত দিন: