odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ November ২০২৩ ০০:০০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ November ২০২৩ ০০:০০

বিশ্বকাপের ১৩তম আসরে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। টুর্নামেন্টের শুরু থেকে অবিশ্বাস্য পারফরম্যান্সে ধারাবাহিক জয়ে সবার আগেই ফাইনালে ওঠে বিশ্বকাপের স্বাগতিকরা।

বুধবার প্রথম সেমিফাইনালে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত। টার্গেট তাড়া করতে নেমে ড্যারেল মিচেলের সেঞ্চুরি পরও ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

দলের হয়ে ১১৯ বলে ৯টি চার আর ৭টি ছক্কায় ১৩৪ রান করেন মিচেল। এছাড়া ৭৩ বলে ৮টি চার আর এক ছক্কায় ৬৯ রান করেন অধিনায়ক কেন উইলয়ামসন। এছাড়া ৩৩ বলে ৪১ রান করেন গ্লেন ফিলিপস। ভারতের হয়ে পেসার মোহাম্মদ শামি ৯.৫ ওভারে ৫৭ রানে ৭ উইকেট শিকার করেন।



আপনার মূল্যবান মতামত দিন: