ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমার থেকে দেশে ফিরেছে ১৭৩ বাংলাদেশি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪ ২৩:০৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪ ২৩:০৭

২৪ এপ্রিল, ২০২৪ (অনলাইন ডেস্ক) : আজ বুধবার মিয়ানমার থেকে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। অন্যদিকে  মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপি, সেনা, ইমিগ্রেশনসহ  ২৮৮ সদস্য আগামীকাল ২৫ এপ্রিল ও ২৬ এপ্রিল দেশে ফিরে যাবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগ এর বিশেষ উদ্যোগে মিয়ানমারের রাখাইনে কারাগারে বন্দী ও নাগরিকত্ব যাচাই হয়েছে, এমন ১৭৩ জন বাংলাদেশি নাগরিক আজ বুধবার মিয়ানমার থেকে নৌপথে দেশে ফিরেছেন।

এছাড়া দেশটিতে  চলমান আভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও অন্যান্যসহ মিয়ানমারের   ২৮৮ জন সদস্যের প্রত্যাবর্তন  আগামীকাল ২৫ এপ্রিল ও প্রয়োজনে ২৬ এপ্রিল সম্পন্ন হবে।

সূত্র: বাসস



আপনার মূল্যবান মতামত দিন: