নিউ ইয়র্ক, ২০ অক্টোবর ২০২৫
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করল ব্রঙ্কস।
নিউ ইয়র্ক স্টেটের ডিস্ট্রিক্ট ৮৭ আসনে অ্যাসেম্বলিম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী—সিপিএ জাকির চৌধুরী, জামাল হুসেইন ও ইমরান এম. শাহ। ভোট বিভক্তির আশঙ্কা এড়াতে কমিউনিটি নেতারা সিদ্ধান্ত নেন, তিনজনকে এক মঞ্চে এনে একটি ইংরেজি ভাষার বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের।
ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি-ইউনিফাইড ক্যান্ডিডেট ব্যানারে অনুষ্ঠিত সেই বিতর্কে প্রার্থীরা তুলে ধরেন নিজেদের কর্মপরিকল্পনা, কমিউনিটির ভবিষ্যৎ ভিশন ও নেতৃত্বের প্রতিশ্রুতি। নিরপেক্ষ মডারেটরের পরিচালনায় অনুষ্ঠিত দুই ঘণ্টার প্রাণবন্ত আলোচনার শেষে অনুষ্ঠিত ইলেকট্রনিক ভোটে সিপিএ জাকির চৌধুরী বিজয়ী নির্বাচিত হন।
অপর দুই প্রার্থী জামাল হুসেইন ও ইমরান এম. শাহ ফলাফল ঘোষণার পর জাকির চৌধুরীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
কমিউনিটি পর্যবেক্ষকরা একে বলেছেন “বাংলাদেশি-আমেরিকান ঐক্যের ঐতিহাসিক মুহূর্ত”। তাদের মতে, “এটি শুধু একটি বিতর্ক নয়, বরং কমিউনিটি ঐক্যের নতুন অধ্যায়।”
জাকির চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান। দীর্ঘদিন ধরে তিনি নিউ ইয়র্কে পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়।
কমিউনিটির নেতারা মনে করছেন, “একজন প্রার্থী, এক ভোটব্যাংক” নীতির মাধ্যমে ব্রঙ্কস এবার দেখাল যে মতভেদ থাকলেও ঐক্যের পথে চললে সফলতা সম্ভব।

আপনার মূল্যবান মতামত দিন: