odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

মুস্তাফিজ আমাদের মূল বোলার : তাসকিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ May ২০২৪ ১৬:২৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ May ২০২৪ ১৬:২৬

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালে একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। হোক বিশ্রাম কিংবা সত্যিই ফর্মের কারণে বিবেচনায় না থাকা- সে সময় মুস্তাফিজকে দলের মূল বোলার হিসেবে দেখতেন না কেউই। তবে যাকে ভাবা হয় ইদানীংকালের মূল বোলার, সেই তাসকিনের কাছে মুস্তাফিজই বোলিং ইউনিটের প্রধান হাতিয়ার।

তাসকিন বলেন, আল্লাহর রহমতে মুস্তাফিজ এবারের আইপিএলে অনেক ভালো করেছে। আমার মনে হয় ওকে আনার কারণ টিম প্ল্যানিং ও কালচারে যাতে ভূমিকা রাখতে পারে। একইসাথে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থা, কারণ ও আমাদের মূল বোলার। আইপিএল ভালো কেটেছে, যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছে। সবাই ফ্রেশ ও ফিট থাকলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।'



আপনার মূল্যবান মতামত দিন: