odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ May ২০২৪ ২১:১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ May ২০২৪ ২১:১৩

তিন ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটা যেন খুব পরিচিত হয়ে গিয়েছিল সাকিব আল হাসানের কাছে। লম্বা সময় ধরে দখলে রেখেছিলেন তিন ফরম্যাটের শীর্ষস্থান। তবে এখন আর কোনো ফরম্যাটেই শীর্ষে নেই সাকিব। 

টেস্টের শীর্ষস্থানটা হারিয়েছিলেন বহু আগেই, পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এখনও। ওয়ানডেতে কিছুদিন আগে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। এখনও শীর্ষে রয়েছেন নবী, দুইয়ে আছেন সাকিব। এবার টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়ে ফেললেন সাকিব। এতদিন ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার ২২৩ রেটিং নিয়ে সাকিব নেমে গেছেন দুই নম্বরে। অন্যদিকে ২২৮ রেটিং পাওয়া হাসারাঙ্গা রয়েছেন শীর্ষে।



আপনার মূল্যবান মতামত দিন: