odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ইসরাইলের ‘ধ্বংস’ ডেকে আনবে নসরুল্লাহর হত্যা : রেজা আরেফ

odhikarpatra | প্রকাশিত: ২৮ September ২০২৪ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৮ September ২০২৪ ২৩:৫৭

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ শনিবার বলেছেন, লেবাননের রাজধানীতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহর হত্যা ইসরাইলের ‘ধ্বংস’ ডেকে আনবে।

তেহরান থেকে এএফপি ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে আরেফকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা দখলদার শাসকগোষ্ঠীর নেতাদের হুঁশিয়ার করছি যে অন্যায় রক্তপাত... বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব শহিদ সাইয়্যেদ হাসান নসরাল্লাহ’র ‘হত্যা’ তাদের ধ্বংস ডেকে আনবে।’
এদিকে ইরানের সাহায্যপুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শনিবার নিশ্চিত করেছে যে নসরাল্লাহ নিহত হয়েছেন।
এর আগে ইসরাইল বলেছে যে তারা আগের দিন বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর ঘাঁটিতে একটি বিমান হামলায় তাকে ‘খতম’ করেছে।
আরেফ বলেন, ইরান ‘ইসলামি প্রতিরোধের পাশে দাঁড়াবে।’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে শকিয়ান নসরাল্লাহর মৃত্যুতে তার শোক প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রকে এ হত্যাকাণ্ডে ‘জড়িত’ হিসেবে অভিযুক্ত করেছেন।
বার্তা সংস্থা তাসনিম জানায়, ইরানের দ্বিতীয় শহর মাশহাদে ইমাম রেজার মাজারে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
রাষ্ট্রীয় টিভি ফুটেজে নসরুল্লাহর শাহাদতে শোকাহত বহু মানুষকে সমবেত হয়ে হিজবুল্লাহ’র হলুদ পতাকা নেড়ে ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগান দিতে দেখা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: