odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ফিলিস্তিনের মানবাধিকার কর্মী শান্তিপূর্ণ প্রতিরোধের জন্য পুরস্কার জিতলেন

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৪ ১৯:৩২

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৪ ১৯:৩২

ফিলিস্তিনের মানবাধিকার কর্মী ইসা আমরো পশ্চিম তীরে অহিংস প্রতিরোধের জন্য রাইট লিভলিহুড পুরস্কার জিতেছেন। এই পুরস্কারটিকে বিকল্প নোবেল হিসেবে বিবেচনা করা হয়।

আমরোর জন্ম পশ্চিম তীরের হেবরন শহরে। এই শহরে প্রায় ১ হাজার ইহুদি বসতিস্থাপনকারী ইসরাইলি সামরিক সুরক্ষার অধীনে প্রায় ২ লক্ষ ফিলিস্তিনের মধ্যে বসবাস করছে।
পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।
আমরো (৪৪) ইয়ুথ এগেইনেস্ট সেটেলমেন্টস গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। তার এই সংঘটন এই অঞ্চলে ইহুদি বসতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। আন্তর্জাতিক আইনে এইসব সম্প্রদায়গুলোকে ব্যাপকভাবে অবৈধ হিসেবে গণ্য করা হয়।
ফাইন্ডেশন জানিয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং ইসরাইল উভয়েই তাকে বারবার আটক ও নির্যাতন করেছে।
আমরো বলেছেন, ‘এটা একটা অলৌকিক ঘটনা যে, আমি এখনো বেঁচে আছি।’
ফিলিস্তিন কারিগরী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমরো সফলভাবে ছয় মাসের আইন অমান্য অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৩ সালে ইসরাইল বিরোদী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।
আমরো এক বিবৃতিতে বলেছেন, ‘আমি অন্যান্য ছাত্রদের সাথে বিশ্ববিদ্যালয়টি আবার খৃুলতে পেরেছি।’
তিনি আরো বলেছেন, ‘আমি একজন প্রকৌশলীতে স্নাতক ডিগ্রি লাভ করেছি। এটা আমার চরিত্রের একটি বৈশিষ্ট।’
সুইডেন-ভিত্তিক রাইট লাইভলিহুড ফাউন্ডেশন ফিলিপিনার আদিবাসী অধিকারের চ্যাম্পিয়ন জোয়ান কার্লিং এবং মোজাম্বিকের জলবায়ু কর্মী আনাবেলা লেমোসকেও এই পুরস্কার দিয়ে সম্মানিত করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: