
ইবি প্রতিবিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য “কুরআনিক কুইজ ২০২৫” এর আয়োজন করেছে ইবি শাখা ছাত্র শিবির।
আগামী ২৫ রমজান (২৬ মার্চ) দুপুর ২ টায় অনলাইন মাধ্যমে সূরা দোহা থেকে সূরা নাস এবং সূরা ইউসুফে'র আলোকে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার নিয়মাবলি:
* মোট ১০০ নম্বরের পরীক্ষা (নৈর্ব্যত্তিক এবং এককথায় উত্তর) অনুষ্ঠিত হবে।
* পরীক্ষার সময় ১.০০ঘণ্টা।
* প্রশ্নের টপিক: সূরার নামকরণ, নাজিলের প্রেক্ষাপট, বিষয়বস্তু, আয়াতের অনুবাদ।
* পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে না।
* পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
পুরস্কারসমূহ:
১ম পুরস্কার: নগদ ৩,০০০/- (তিন হাজার টাকা)
২য় পুরস্কার: নগদ ২,০০০/- (দুই হাজার টাকা)
৩য় পুরস্কার: নগদ ১,০০০/- (এক হাজার টাকা)
৪র্থ – ১০ম পুরস্কার: নগদ ৫০০/- (পাঁচশত টাকা)
এছাড়াও ১ম–১০ম বিজয়ীর জন্য থাকছে সম্মাননা ক্রেস্ট।
উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদ ও আরবি সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা কুইজে অংশগ্রহণ করতে পারবে না।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: