odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

ফর্ম হারানো বাবরকে নিয়ে আকরাম: ‘ফর্ম সাময়িক, ক্লাস চিরস্থায়ী’

odhikarpatra | প্রকাশিত: ৩১ August ২০২৫ ২৩:০৩

odhikarpatra
প্রকাশিত: ৩১ August ২০২৫ ২৩:০৩

অধিকার পত্র ডটকম, করাচি :

পাকিস্তান ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম সম্প্রতি ফর্ম হারিয়ে সমালোচনার মুখে পড়েছেন। টানা কয়েক ম্যাচে বড় রান না আসায় তাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মনে করেন, বাবরের সাময়িক ব্যর্থতা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।

আকরাম এক সাক্ষাৎকারে বলেন, “ফর্ম সাময়িক, কিন্তু ক্লাস চিরস্থায়ী। বাবর আজমের মতো ক্রিকেটারদের ক্ষেত্রে সাময়িক খারাপ সময় আসতে পারে, তবে তার ব্যাটিং প্রতিভা ও মানসিক দৃঢ়তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না।”

তিনি আরও যোগ করেন, বাবরের মতো টেকনিক্যালি দক্ষ ব্যাটাররা সবসময় ফিরে আসতে জানে। শুধু আত্মবিশ্বাস ধরে রাখা আর পরিশ্রম চালিয়ে যাওয়া জরুরি।

বাবর বর্তমানে পাকিস্তান দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড হিসেবে বিবেচিত হন। সাম্প্রতিক সময়ের ব্যর্থতা সত্ত্বেও ভক্তরা আশাবাদী, শিগগিরই তার ব্যাট থেকে আবারো বড় ইনিংস আসবে।



আপনার মূল্যবান মতামত দিন: