odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th December 2025, ৯th December ২০২৫

পুলিশ সদস্যের মানবিক উদ্যোগে জীবন রক্ষা পেল চিকিৎসকের

odhikarpatra | প্রকাশিত: ২৪ June ২০২৫ ১৯:৪৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ June ২০২৫ ১৯:৪৮

পুলিশের এক সাব-ইন্সপেক্টরের তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক উদ্যোগে জীবন রক্ষা পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. কাজী আবু ইউসুফ (৭০) নামের এক চিকিৎসকের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শাহজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, গত ২২ জুন দুপুর ১২ টার দিকে মালিবাগ ডিআইটি রোডে আবুল হোটেলের দক্ষিণ পাশে উড়াল সেতুর গোড়ার ফুটপাতে দ্রুতগতির একটি সিএনজি ওই চিকিৎসককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটানাস্থলে জ্ঞান হারান।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে মোটরসাইকেলে করে ডিউটিতে যাচ্ছিলেন শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নূরনবী। ভিড় দেখে তিনি এগিয়ে গিয়ে দ্রুত সিএনজি ডেকে আহত ব্যক্তিকে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি অপারেশন সম্পন্ন হওয়ার পর এসআই ডা. ইউসুফকে তার বাসায় পৌঁছে দেন।



আপনার মূল্যবান মতামত দিন: