বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো বিজ্ঞান অনুষদের আয়োজনে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ (ICMRS-2026)। গবেষকদের বিপুল আগ্রহ ও অনুরোধের প্রেক্ষিতে এই সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট (Abstract) জমাদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর)
সম্মেলনের কনভেনার ও বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ এবং সম্মেলন সম্পাদক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহের পরিবর্তন ও অপরিবর্তিত সময়সীমা
পূর্বে অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ সময় ছিল ৫ ডিসেম্বর। গবেষকদের বিশেষ অনুরোধে সেই সময়সীমা বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
তবে, অন্যান্য গুরুত্বপূর্ণ সময়সূচি অপরিবর্তিত রয়েছে:
অ্যাবস্ট্রাক্ট জমাদানের নতুন শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২৫
* ফুল পেপার জমাদানের শেষ সময়: ২০ ডিসেম্বর, ২০২৫
* নিবন্ধনের শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২৫
যোগাযোগ ও নিবন্ধনের বিস্তারিত
গবেষণাপত্র বা অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ইমেইল ঠিকানাটি হলো:
নিবন্ধনের জন্য ব্যবহার করতে হবে নিম্নলিখিত রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/uiz8en7AMF6B99Ri6।
সম্মেলন সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা, বিস্তারিত খবর ও তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
(www.cou.ac.bd) থেকে পাওয়া যাবে।
নিবন্ধন ফি ও পরিশোধের নির্দেশনা
সম্মেলনে অংশগ্রহণের জন্য নির্ধারিত নিবন্ধন ফি এবং আর্লি বার্ড অফারগুলো নিচে উল্লেখ করা হলো:
|## প্রতিনিধি/অংশগ্রহণকারী | সাধারণ ফি | আর্লি বার্ড ফি |
|## স্থানীয় প্রতিনিধি | ২২০০ টাকা |
|## অতিথি | ১২০০ টাকা | ১০০০ টাকা |
| ##শিক্ষার্থী | ১২০০ টাকা | ১০০০ টাকা |
|## বিদেশি প্রতিনিধি | ১০০ মার্কিন ডলার | ৭৫ মার্কিন ডলার |
| ##বিদেশি শিক্ষার্থী | ৫০ মার্কিন ডলার | ২৫ মার্কিন ডলার |
ফি জমা দেওয়ার নির্দেশনা:
নিবন্ধন ফি সোনালী ব্যাংক পিএলসি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখায় আইসিএমআরএস-২০২৬ নামে খোলা অ্যাকাউন্টে জমা দিতে হবে।
অ্যাকাউন্ট নাম: ICMRS-2026
* অ্যাকাউন্ট নম্বর: ০১০০২৮১৩৬০৬৪১
* বিকাশ নম্বর: ০১৭৭২২৪৪৩৩০
সম্মেলনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা কমিটি
আগামী ৯-১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।
এছাড়াও, সম্মেলনের উপদেষ্টা কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিজ্ঞানী ও গবেষকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত ও সৌদি আরবের বিজ্ঞানীরাও রয়েছেন। সম্মেলনে উপস্থাপিত নির্বাচিত প্রবন্ধসমূহ বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: