ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। গুরুতর অসুস্থ এই নেত্রীর চিকিৎসা দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চলছে।
জানা গেছে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ (সোমবার) বিকেল ৩টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এবং বর্তমানে শাশুড়ি খালেদা জিয়ার পাশেই থেকে তাঁর চিকিৎসার দেখভাল করছেন।
বিদেশে চিকিৎসার প্রস্তুতি এবং শর্ত
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে, তাঁর বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, "দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ (সোমবার) রাতে মেডিকেল বোর্ডের বৈঠক রয়েছে। এর পরেই জানা যাবে ম্যাডামের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কি না।"
জুবাইদা রহমানের ভূমিকা ও গুজবে কান না দেওয়ার আহ্বান
বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, "ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ডা. জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে ম্যাডামের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।"
ডা. জাহিদ হোসেন আরও বলেছেন, চিকিৎসার দায়িত্বে থাকা দেশি-বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, "যখনই মেডিকেল বোর্ড মনে করবে— তিনি ‘সেইফলি ফ্লাই’ করতে পারবেন, তখনই তাঁকে বিদেশে নেওয়া হবে।"
এদিকে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের সর্বস্তরের মানুষের প্রার্থনা অব্যাহত রয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: এভারকেয়ারে শাশুড়ির পাশে ডা. জুবাইদা রহমান, বিদেশে চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য!
হ্যাশট্যাগ এবং কীওয়ার্ডস (Hashtags and Keywords):
#খালেদাজিয়া #জুবাইদারহমান #এভারকেয়ার #খালেদাজিয়াস্বাস্থ্য #বিএনপি #তারেকরহমান #বিদেশেচিকিৎসা #মেডিকেলবোর্ড #রাজনীতি #BangladeshPolitics #AdhikarpatraNews
আপনার যদি এই সংবাদ বা অন্য কোনো বিষয়ে আরও কিছু জানতে চান, তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।

আপনার মূল্যবান মতামত দিন: