odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

গাজা সিটিতে ইসরায়েলি অভিযানে আতঙ্কে বাসিন্দারা

odhikarpatra | প্রকাশিত: ৯ September ২০২৫ ০০:০০

odhikarpatra
প্রকাশিত: ৯ September ২০২৫ ০০:০০

ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২৫ – ফিলিস্তিনের গাজার প্রধান শহর গাজা সিটি থেকে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সামরিক অভিযান শুরুর আগে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসরায়েল সতর্ক করেছে, হামাস যদি তাদের হাতে থাকা বন্দি মুক্তি না দেয়, তাহলে তারা ‘প্রবল ঘূর্ণিঝড়ের’ মতো আক্রমণ চালাবে। গাজা সিটি হামাসের শেষ ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রায় ১০ লাখ বাসিন্দা আশঙ্কায় থাকলেও, কেউ কোথাও নিরাপদে যেতে পারছেন না। অনেকেই নিরাপদ স্থান না থাকায় গাজা সিটিতেই থাকতে বাধ্য হচ্ছেন। ছয় সন্তানের মা উম মোহাম্মদ (৫৫) জানিয়েছেন, “গত সপ্তাহে বোমাবর্ষণ সত্ত্বেও আমি চলে যেতে বাধা দিয়েছি, কিন্তু এখন আমি আমার মেয়ের সঙ্গে চলে যাব।”

২০২৩ সালের অক্টোবর থেকে গাজাবাসীদের অনেকবার বাস্তুচ্যুত হতে হয়েছে। মানবিক সংকট ও খাদ্য ও পানি ঘাটতির মধ্যে বাসিন্দারা এই পরিস্থিতিতে অতিষ্ট। ইসরায়েলি বাহিনী গাজা সিটির দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে, যেখানে তারা কথিত ‘মানবিক জোন’ ঘোষণা করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: