odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

জাকসু নির্বাচন ২০২৫: ভিপি জিতু, জিএস মাজহারুলসহ পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ১৩ September ২০২৫ ২০:৩০

odhikarpatra
প্রকাশিত: ১৩ September ২০২৫ ২০:৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

ভিপি ও জিএস পদে জয়

সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু ৩,৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

এজিএস ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে জয়ীদের তালিকা

  • এজিএস (পুরুষ): ফেরদৌস আল হাসান – ২,৩৫৮ ভোট
  • এজিএস (নারী): আয়েশা সিদ্দিকা মেঘলা – ৩,৪০২ ভোট
  • শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা – ২,৪২৮ ভোট
  • পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শাফায়েত মীর – ২,৮১১ ভোট
  • সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম – ১,৯০৭ ভোট
  • সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান – ২,০১৮ ভোট
  • সহ সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন – ১,৯৮৬ ভোট
  • নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম – ১,৯২৯ ভোট
  • ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন – ৫,৭৭৮ ভোট (সর্বোচ্চ ভোটপ্রাপ্ত)
  • সহ ক্রীড়া সম্পাদক (নারী): মোছা. ফারহানা আক্তার লুবনা – ১,৯৭৬ ভোট
  • সহ ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান – ২,১০৫ ভোট
  • তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন – ২,৪৩৬ ভোট
  • সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: আহসাব লাবিব – ১,৬৯০ ভোট
  • সহ সমাজসেবা সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান – ২,৪৪২ ভোট
  • স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক – ২,৬৫৩ ভোট
  • পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান – ২,৫৫৯ ভোট

কার্যকরী সদস্য পদে জয়ী

  • পুরুষ: মোহাম্মদ আলী চিশতী, মো. আবু তালহা (১,৮৫৪ ভোট), মো. তরিকুল ইসলাম (১,৭৪৬ ভোট)
  • নারী: নুসরাত জাহান ইমা (৩,০১৪ ভোট), নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান (২,৪৭৫ ভোট)

ছাত্রদের উচ্ছ্বাস

ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করেন বিজয়ী প্রার্থীদের সমর্থকরা। শিক্ষার্থীরা জানান, এ নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হলো।



আপনার মূল্যবান মতামত দিন: