odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

চাকসু নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৯৩১ শিক্ষার্থী, সোহরাওয়ার্দী হলে সর্বাধিক প্রার্থী

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২৫ ১৯:০৮

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২৫ ১৯:০৮

চট্টগ্রাম | ১৯ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে জমা পড়েছে ৯৩১টি মনোনয়নপত্র। এর মধ্যে চাকসুর জন্য জমা পড়েছে ৪২৯টি এবং হল ও হোস্টেল সংসদের জন্য জমা পড়েছে ৫০২টি মনোনয়ন।

মূল তথ্য:
বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১,১৬৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ২৩৩ জন তা জমা দেননি। ৯টি ছেলেদের হল থেকে জমা পড়েছে ৩৫৬টি মনোনয়ন, ৫টি মেয়েদের হল থেকে ১২৫টি এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকে জমা পড়েছে ২১টি মনোনয়নপত্র।
ছেলেদের হলে সর্বাধিক মনোনয়ন জমা পড়েছে সোহরাওয়ার্দী হলে—১৬টি পদের বিপরীতে ৫৩টি মনোনয়ন। অন্যদিকে সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে শহীদ আবদুর রব হলে, মোট ৩১টি। মেয়েদের হলে সর্বাধিক মনোনয়ন জমা পড়েছে বেগম খালেদা জিয়া হলে (৩১টি) এবং সবচেয়ে কম জমা পড়েছে নবাব ফয়জুন্নেছা হলে (১৭টি)।

সংশ্লিষ্টদের বক্তব্য:
চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”



আপনার মূল্যবান মতামত দিন: