odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

মার্টিনেলির শেষ মুহূর্তের গোলে সিটির কাছে হার এড়ালো আর্সেনাল

odhikarpatra | প্রকাশিত: ২২ September ২০২৫ ০৬:১৬

odhikarpatra
প্রকাশিত: ২২ September ২০২৫ ০৬:১৬

স্পোর্টস ডেস্ক | অধিকার পত্র ডটকম

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

গ্যাব্রিয়েল মার্টিনেলির জাদুকরী ছোঁয়ায় শেষ মুহূর্তে হারের হাত থেকে বাঁচলো আর্সেনাল। বেঞ্চ থেকে মাঠে নেমেই যোগ করা সময়ে অসাধারণ এক চিপ শটে গোল করে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ ড্র নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রোববার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় সিটি। নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড ধারালো আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর পেপ গার্দিওলার শিষ্যরা আর্সেনালের রক্ষণভাগ ভেদ করতে না পারলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রাখে।

শেষ সময়ে নাটকীয় মোড় নেয় খেলা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এবেরেচি এজের লম্বা পাসে ছুটে যান মার্টিনেলি। গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে ফাঁকি দিয়ে নিখুঁত লব শটে সমতার গোল করেন তিনি।

এই ড্রয়ের ফলে ২২ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্নে থাকা আর্সেনাল বর্তমানে শীর্ষে থাকা লিভারপুলের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে ম্যানসিটি পিছিয়ে থাকল ৮ পয়েন্টে।

চলতি মৌসুমে আর্সেনালের বিপক্ষে এটি হালান্ডের সপ্তম লিগ গোল। তবে একাধিক সুযোগ তৈরি করেও ডেভিড রায়ার দুর্দান্ত সেভে ব্যবধান বাড়াতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধে সাকা ও এজেকে মাঠে নামানোর পর আর্সেনালের আক্রমণভাগে গতি ফিরে আসে। শেষ পর্যন্ত সেই ধারাবাহিক আক্রমণেই পাওয়া যায় সমতার গোল।

আর্সেনালের সমর্থকদের আশা, মৌসুমের এই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়তো শিরোপার লড়াইয়ে বড় পরিবর্তন আনতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: