odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th November 2025, ৯th November ২০২৫

পশ্চিম তীরে আনন্দউৎসব: কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার ফিলিস্তিন স্বীকৃতি উদযাপন

odhikarpatra | প্রকাশিত: ২৩ September ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৩ September ২০২৫ ২৩:৫৯

অধিকার পত্র ডটকম ডেক্স রিপোর্ট 

পশ্চিম তীর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ :


কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পশ্চিম তীরে বিরাট উদযাপন চলছে। রামাল্লাহ, হেবরন ও বেথলেহেমসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ আনন্দ মিছিল, পতাকা মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।


ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন,

“এটি আমাদের জনগণের ন্যায্য সংগ্রামের এক বিশাল বিজয়। এই স্বীকৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের অস্তিত্বের স্বীকৃতি।”

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,

“এই পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে দুর্বল করবে। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে।”


যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে (সাম্প্রতিক সহ):

মহাদেশ/অঞ্চল দেশসমূহ (উদাহরণ)
উত্তর আমেরিকা কানাডা (২০২৫)
ইউরোপ ব্রিটেন (২০২৫), আয়ারল্যান্ড, স্পেন, সুইডেন, নরওয়ে, ফ্রান্স (আংশিক সমর্থন)
ওশেনিয়া অস্ট্রেলিয়া (২০২৫)
এশিয়া বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব, কাতার
আফ্রিকা দক্ষিণ আফ্রিকা, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া সহ বেশিরভাগ আফ্রিকান দেশ
লাতিন আমেরিকা ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো সহ বেশিরভাগ লাতিন দেশ


এই টেবিল থেকে বোঝা যায়—পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে ঝুঁকছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপ ও উত্তর আমেরিকার বড় দেশগুলো একে একে স্বীকৃতি দিলে ফিলিস্তিনের পূর্ণ রাষ্ট্র মর্যাদা ও জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়বে।

ফিলিসতিন জনগণের  প্রতিক্রিয়া:
স্থানীয় তরুণ ইয়াসিন হাম্মাদ বললেন,

“আজ আমাদের ঘরে আলো জ্বালানো হয়েছে, রাস্তায় মিষ্টি বিলি করা হয়েছে। এই দিনটা আমাদের সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”


যদিও স্বীকৃতি আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন বাড়াচ্ছে, কিন্তু পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ, সামরিক চৌকি ও গাজায় অবরোধ এখনো বহাল। আন্তর্জাতিক মহল এখন চাপে রয়েছে কিভাবে বাস্তবে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের পথ সুগম করা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: