odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 8th December 2025, ৮th December ২০২৫

সারাদেশে বৃষ্টি, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২৫ ১৩:০২

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২৫ ১৩:০২

ঢাকা , ২ অক্টোবর ২০২৫

 বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



আপনার মূল্যবান মতামত দিন: