বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৫: জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি এগিয়ে চলছে। এ লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তফসিল–সংক্রান্ত ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “সিইসির ভাষণ রেকর্ডিংয়ের সুনির্দিষ্ট সময় ও বিষয়বস্তু সিইসি নিজেই চূড়ান্ত করবেন। সময় নির্ধারিত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।”
এ সময় তিনি পোস্টাল ব্যালট ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানান তিনি। নির্বাচন দায়িত্বে থাকা পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ মাঠপর্যায়ের বাহিনীর নিবন্ধন সময়সীমা পরে জানানো হবে।
ইতোমধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে সিইসির ভাষণ রেকর্ডিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে রেকর্ডিং টিম প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে রেকর্ডকৃত ভাষণ একযোগে বিটিভি-বেতারে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, খুব শিগগিরই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতিও চo

আপনার মূল্যবান মতামত দিন: