
অধিকারপত্র ডটকম ডেস্ক
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আজ ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই সময় নৌকা বাইচের আয়োজন করা হয়, যা স্থানীয়দের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের নিবারন কবিরাজ বাড়ির দিঘিতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। প্রথম স্থান অর্জনকারী দল হাসেম ফকিরের দলকে একটি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী দল শাহ আলমের দলকে একটি এলইডি টেলিভিশন এবং তৃতীয় স্থান অর্জনকারী দল লাল মিয়ার দলকে একটি এলইডি টেলিভিশন পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হাসান মামুন, দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম, দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার প্রমুখ।
নৌকা বাইচের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আবুল বশার। দশমিনা উপজেলাসহ বাউফল ও গলাচিপার হাজার হাজার মানুষ এ নৌকা বাইচ উপভোগ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: