ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) এর প্রকাশিত ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস র্যাংকিং–২০২৬ এ জায়গা করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্বসেরা তালিকার ৩০১ থেকে ৩৫০তম অবস্থানের মধ্যেই রয়েছে দেশের এই গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়।
এ নিয়ে পরপর দ্বিতীয়বারের মতো একই র্যাংকে অবস্থান ধরে রাখতে সক্ষম হলো রাবি, যা দেশের উচ্চশিক্ষা অঙ্গনে ইতিবাচক অগ্রগতির প্রতিফলন বলে মনে করেন শিক্ষাবিদরা।
২০ নভেম্বর টিএইচই ও স্মিট সায়েন্স ফেলোজ যৌথভাবে র্যাংকিংটি প্রকাশ করে। এবার বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়।
র্যাংকিং প্রকাশের পর রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন—
“এই অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতিকে আরও গতিশীল করবে। ভবিষ্যতের উন্নয়ন ও গবেষণায় এটি হবে গুরুত্বপূর্ণ প্রেরণা।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–গবেষণায় অংশগ্রহণ, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ আউটপুট এবং আন্তর্জাতিক সহযোগিতাকে এ সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে।
ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস র্যাংকিংয়ে রাবি ৩০১–৩৫০ স্থানে | THE Ranking 2026
#RajshahiUniversity #RU #THERanking2026 #InterdisciplinaryScience #BangladeshEducation #CampusNews #Odhikarpatra

আপনার মূল্যবান মতামত দিন: