odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 25th November 2025, ২৫th November ২০২৫
ঘরে বসেই রিচার্জ করা যাবে র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড; স্টেশনে ভিড় ও ঝামেলা কমবে। ডিটিসিএ বলছে—অনলাইন টপ–আপ চালুর মাধ্যমে মেট্রোরেল সেবায় যুক্ত হচ্ছে নতুন সুবিধা।

র‍্যাপিড পাস-এমআরটি কার্ডে অনলাইন টপ আপ চালু হচ্ছে আগামীকাল

Special Correspondent | প্রকাশিত: ২৪ November ২০২৫ ২৩:৩২

Special Correspondent
প্রকাশিত: ২৪ November ২০২৫ ২৩:৩২

নিউজ ডেস্ক │অধিকারপত্র

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর)। সকাল ১০টা ৪৫ মিনিটে আগারগাঁও স্টেশনে এ সেবার উদ্বোধন করবেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। ডিটিসিএ জানায়, যাত্রীরা এখন থেকে ঘরে বসেই rapidpass.com.bd তে লগইন করে রেজিস্টার্ড কার্ডে ১০০ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। সেবাটিতে বিকাশ, নগদ, রকেটসহ সকল এমএফএস, ব্যাংক কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অনলাইনে রিচার্জ সম্পন্ন হলে মেট্রোস্টেশনের এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) এ মাত্র একটি ট্যাপেই অ্যামাউন্ট কার্ডে যুক্ত হয়ে যাবে। অনলাইন রিচার্জ সঠিকভাবে সক্রিয় করতে ইতোমধ্যে মেট্রোর ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি এভিএম মেশিন বসানো হয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যেই এই সেবার মোবাইল অ্যাপও চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিচার্জ বাতিলের ক্ষেত্রেও কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। কার্ড এভিএমে ট্যাপ করার আগে ও রিচার্জের তারিখ থেকে সাত দিনের মধ্যে যাত্রীরা বাতিলের অনুরোধ জানাতে পারবেন। তবে প্রতি রিফান্ডেই ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। কার্ড ব্ল্যাকলিস্ট থাকার কারণে কোনো পেন্ডিং ট্রানজেকশন আপডেট না হলে গ্রাহক রিফান্ড চাইতে পারবেন, সে ক্ষেত্রেও একই চার্জ প্রযোজ্য। বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড ব্যবহার করেন। অনলাইন রিচার্জ ব্যবস্থার ফলে স্টেশনগুলোতে ভিড় কমবে, সময় বাঁচবে এবং যাতায়াতে ঝামেলাও কমে আসবে বলে আশা করছে ডিটিসিএ। ঢাকার ব্যস্ত নগর জীবনে মেট্রোরেলের এই নতুন উদ্যোগ যাত্রীসেবায় আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: