odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫
বিদায়ের আগে পদচিহ্ন রেখে গেলেন ইমদাদ হক, পেলেন DRU সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড

অভিনয় মানেই নিবেদিত প্রাণ, ধৈর্যশীল হতে হয়: তিথী

odhikarpatra | প্রকাশিত: ৪ December ২০২৫ ০৮:১৯

odhikarpatra
প্রকাশিত: ৪ December ২০২৫ ০৮:১৯

সম্পূর্ণ প্রতিবেদন: অধিকারপত্র ডটকম।

ঢাকা, ০৪ ডিসেম্বর ২০২৫:

মডেলিংয়ে দীর্ঘ সময় দ্যুতি ছড়ানোর পর সম্প্রতি অভিনয়ে মনোযোগ দিয়েছেন সৈয়দা তৌহিদা হক তিথী। চলমান স্রোতের জোয়ারে গা না ভাসিয়ে যা কিছু ভালো, শুধু তাই নিয়েই পথ চলেন এই শিল্পী। কিছুদিন আগে সুপারস্টার শরিফুল রাজের সঙ্গে একটি বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন তিথী।

এর পাশাপাশি গুঞ্জন উঠেছে, খুব শীঘ্রই তাকে দেখা যেতে পারে সুপারস্টার শাকিব খানের বিপরীতে 'সোলজার' সিনেমায়।
সাম্প্রতিক কাজ, দীর্ঘ ক্যারিয়ার এবং মিডিয়াতে নারীর প্রতিবন্ধকতা নিয়ে তিথী কথা বলেছেন অধিকারপত্র ডটকমের সঙ্গে।


শরিফুল রাজের সাথে যুগলবন্দী এবং বিজ্ঞাপনের গল্প
সম্প্রতি শরিফুল রাজের সাথে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিথী। বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়েছে কক্সবাজার, সায়মন হেরিটেজসহ বাংলাদেশের বেশ কিছু দৃষ্টিনন্দন লোকেশনে।
বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি বলেন, "খুব সুন্দর একটি কাপল স্টোরি দেখা যাবে। রাজ ভাইয়া খুবই কো-অপারেটিভ এবং সাপোর্টিভ। কাজটি ভালো হওয়ার পেছনে তার অবদান অনেক বেশি।"

তিথী জানান, ফ্যাশন মিডিয়ায় আগে থেকেই পরিচিত হলেও দৃশ্যমাধ্যমে এবারই প্রথম তাদের কাজ করা হলো এবং এটি শিগগিরই মুক্তি পাবে।
শাকিব খানের 'সোলজার' নিয়ে গুঞ্জন: 'সময় হলে জানতে পারবেন'


খবর রটেছে যে, সুপারস্টার শাকিব খানের সঙ্গে 'সোলজার' সিনেমায় দেখা যাবে তিথীকে। এই বিষয়ে জানতে চাইলে তিনি কিছুটা রহস্য রেখে বলেন, "এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। সময় হলে জানতে পারবেন। তবে এটুকু বলব সামনে আরও ভালো কিছু কাজের সুযোগ আছে। সবাই দোয়া করবেন।"
'মাসুদ রানা'র ভবিষ্যৎ এবং জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পর্ক
প্রায় চার-পাঁচ বছর আগে 'মাসুদ রানা' ছবিটির শুটিং শুরু হলেও এর মুক্তি এখনও অনিশ্চিত। তিথী জানান, "ওই সময় অনুযায়ী খুব ভালো কিছু হয়েছিল। কিছু দৃশ্য বাকি আছে, দেশের বাইরে করার কথা ছিল। কিন্তু কেন হচ্ছে না, ছবিটি কেন সম্পূর্ণ হচ্ছে না, কখন আসবে— বলতে পারছি না। নিশ্চয়ই প্রযোজনা সংস্থা কাজ শেষ করে ভালো সময় দেখে মুক্তি দেবে।"


জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে অন্য দুটি সিনেমার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "জাজ মাল্টিমিডিয়ার সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে যেহেতু এই মুভিটা ('মাসুদ রানা') এখনও রিলিজ হয়নি, সেহেতু অন্য ছবিগুলোর ক্ষেত্রে হয়তো সময় লাগবে তাদের।"
ফ্যাশন মিডিয়া থেকে অভিনয়ে থিতু হওয়া
ইন্দো বাংলা সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরও তুলনামূলকভাবে দৃশ্যমাধ্যমে তাকে কম পাওয়া গেছে। এর কারণ ব্যাখ্যা করে তিথী বলেন, "দৃশ্যমাধ্যমে যুক্ত হতে একজন শিল্পীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শক দরকার, সেটা আমার ছিল না। পাশাপাশি উচ্চতা ও ভালো লুকের কারণে ফ্যাশন মিডিয়ায় যুক্ত হয়ে পড়ি এবং বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করি।"
তবে ফ্যাশন থেকে অভিনয়ে আসা খুব কঠিন বলে মনে করেন এই অভিনেত্রী।

তিনি জানান, "ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা চলে যায় তাদের বডি, এক্সপ্রেশন অনেক স্ট্রিক্ট হয়ে যায়। সেগুলো স্বাভাবিক করতে প্রশিক্ষণ প্রয়োজন হয়। আমিও বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি।" অভিনয়ের ক্ষেত্রে হতে হয় নিবেদিত প্রাণ ও ধৈর্যশীল।
হতাশা নয়, বিকল্প পথ খোলা রেখেছেন। 


দীর্ঘদিনেও সিনেমা মুক্তি না পাওয়ায় তিথী কোনো হতাশায় ভোগেননি। এর কারণ হিসেবে তিনি বলেন, "আমি সবসময় কাজের মধ্যে ছিলাম। অনেকে সিনেমায় নাম লেখালে আগের পেশা ছেড়ে দেন, সেটা করিনি। সবসময় ক্যারিয়ারে অপশন রেখেছি। যেমন এখন মডেলিং বন্ধ করে দিলেও সমস্যা নেই, আমার বিজনেস আছে। সে কারণেই হতাশা পেয়ে বসেনি।"
সামাজিক মাধ্যম এবং আয়ের বিকল্প


সামাজিক মাধ্যমে বিভিন্ন ইস্যুতে কথা না বলা প্রসঙ্গে তিথী জানান, তিনি সোশ্যাল মিডিয়া প্রফেশনালি হ্যান্ডেল করেন এবং ইতিবাচক থাকতে পছন্দ করেন। তার মতে, "যেই বিষয়গুলো আমাকে নাড়িয়ে দিয়েছে (যেমন ৫ আগস্ট, বিমান দুর্ঘটনা), শুধু সেগুলো নিয়েই পোস্ট করেছি।"
সোশ্যাল মিডিয়া থেকে আয়ের বিকল্প পথে তিনি মনোযোগ দেননি, কারণ এতে অনেক সময় দিতে হবে এবং অন্যান্য কাজ তখন ব্যাহত হবে।


মিডিয়ায় প্রতিবন্ধকতা: পুরুষরাও সম্মুখীন হন
মিডিয়ায় একজন নারীকে কতটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়— এমন প্রশ্নের জবাবে তিথী স্বীকার করেন যে নারীদের অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়। তবে তিনি মনে করেন, "প্রতিবন্ধকতার সম্মুখীন ছেলেমেয়ে উভয়েরই হতে হয়। ট্রাস্ট মি, আমি মনে করি ফ্যাশন মিডিয়ায় মেয়েদের চেয়ে ছেলেদের প্রতিবন্ধকতা বেশি।"
নিজের ক্যারিয়ারে কোনো ধরনের নেতিবাচক অভিজ্ঞতার শিকার হননি জানিয়ে তিনি বলেন, "আমার ক্যারিয়ারে বয়স ১০ বছর। কোনো প্রতিবন্ধকতার শিকার হইনি। যোগ্যতা সম্পন্নভাবে কাজ করেছি। সবার সাথে ভালো সম্পর্ক।"

 

৫ বছরেও মুক্তি পেল না সিনেমা, হতাশ হননি তিথী! শাকিব খানের সাথে কাজ নিয়ে বললেন...

#তিথী #সৈয়দাতৌহিদা হক তিথী #শাকিব খান #সোলজার #শরিফুল রাজ #মাসুদ রানা #DhakaMail #অধিকারপত্রডটকম #অভিনয় #বাংলাদেশিঅভিনেত্রী



আপনার মূল্যবান মতামত দিন: