ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র্যাব। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) র্যাব জানায়, সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-২ সূত্রে জানা গেছে, আটক হান্নান মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি হাদির ওপর গুলিবর্ষণের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্বপরিচিত। ফয়সাল বর্তমানে পলাতক, তাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার জানান, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংগ্রহ করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিআরটিএ থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে—মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। কখনও বলেছেন মোটরসাইকেলটি বিক্রি করেছেন, আবার কখনও দাবি করেছেন সেটি গ্যারেজে ছিল। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।
হান্নান ফয়সালকে চেনেন বলে স্বীকার করলেও দীর্ঘদিন যোগাযোগ নেই বলে দাবি করেছেন। তবে র্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ফয়সাল তার পূর্বপরিচিত ও ঘনিষ্ঠজন। এছাড়া হান্নানের নির্দিষ্ট কোনো পেশার তথ্যও পাওয়া যায়নি। বিস্তারিত জিজ্ঞাসাবাদে পলাতক ফয়সাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
#হাদির_ওপর_হামলা #মোটরসাইকেল_শনাক্ত #র্যাব #৫৪ধারা #পল্টন #ক্রাইম_নিউজ #অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: