odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহারের আহ্বান, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ আন্তর্জাতিক মহলের

odhikarpatra | প্রকাশিত: ১৭ December ২০২৫ ১৯:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১৭ December ২০২৫ ১৯:৩৪

প্রতিবেদক: বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

বাংলাদেশের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ অবিলম্বে প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)

বুধবার (১৭ ডিসেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে মামলা ও গ্রেপ্তার অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের অন্যতম মৌলিক স্তম্ভ—সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

সিপিজে জানায়, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ১৫ ডিসেম্বর সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরসহ আরও তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনে তদন্ত শুরু করে পুলিশ। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, টক শো ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রাম সমন্বয়ক কুনাল মজুমদার বিবৃতিতে বলেন,
“একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক রাখতে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা অন্তর্বর্তী সরকারের সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকার নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনামূলক মত প্রকাশের কারণে গণমাধ্যমকর্মীদের টার্গেট করা বন্ধ করতে হবে।


 

#AnisAlamgir #CPJ #PressFreedom #MediaFreedom #JournalistSafety #Bangladesh #সাংবাদিকতা #গণমাধ্যম_স্বাধীনতা #সিপিজে


 



আপনার মূল্যবান মতামত দিন: