বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
দেশ ভয়াবহ সংকটের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, দেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, প্রশাসনকে কেউ মানছে না। ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ ও ভূখণ্ড নিয়েই শঙ্কা তৈরি হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মুফতি ফয়জুল করীম বলেন,
“বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থী—কেউই নিরাপদ নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে।”
চাঁদাবাজ ও কালো টাকার বিরুদ্ধে আহ্বান
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“আসুন, আগামী নির্বাচনে আমরা কোনো চাঁদাবাজকে ভোট না দিই। পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়।”
তিনি সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে দুর্নীতিবাজদের রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে।
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান
সাংবাদিকদের উদ্দেশে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন,
“সাংবাদিকেরা যদি নিরপেক্ষ থাকেন, তাহলে দেশ সঠিক পথে চলবে। আগামী নির্বাচনে সাদা কে সাদা, কালো কে কালো বলতে হবে। দুর্নীতিবাজদের নির্বাচিত না করার শপথ নিতে হবে।”
তিনি আরও বলেন,
“আপনাদের কলমে সত্য উঠে এলে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। আবেগ নয়, বিবেক দিয়ে সত্য তুলে ধরবেন—এই বিশ্বাস আমি রাখি।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুফতি ফয়জুল করীম বলেন,
“অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র রেখে কখনো ভালো নির্বাচন আশা করা যায় না।”
বরিশাল সদর আসনে প্রার্থী হওয়ার ইঙ্গিত
সমমনা ইসলামি দলগুলোর সম্ভাব্য আট–দলীয় জোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“যেখানে যে দল শক্তিশালী, সেখানে সে দলই প্রার্থী দেবে। বরিশাল সদর আসনটি আমাকেই দেওয়া হবে।”
উপস্থিত নেতারা
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন,
ইসলামী শ্রমিক আন্দোলনের বরিশাল মহানগরের সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন,
নির্বাহী সদস্য আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
🔥 দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে, ভোটার-প্রার্থী কেউই নিরাপদ নয়: ফয়জুল করীম
#ফয়জুলকরীম #ইসলামীআন্দোলন #বরিশাল #সুষ্ঠুনির্বাচন #আইনশৃঙ্খলা #রাজনীতি #বাংলাদেশ #odhikarpatra

আপনার মূল্যবান মতামত দিন: