বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক জোটের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এসব আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে সমঝোতার ভিত্তিতে যেসব আসনে প্রার্থী দেওয়া হবে, সেগুলো হলো—
- সিলেট-৫
- ব্রাহ্মণবাড়িয়া-২
- নীলফামারী-১
- নারায়ণগঞ্জ-৪
তিনি জানান, এসব আসনে জমিয়তে উলামায়ে ইসলাম নিজস্ব দলীয় প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে নির্বাচন করবে এবং অন্য কোনো আসনে দলটি প্রার্থী দেবে না। একইভাবে, উল্লিখিত চার আসনে বিএনপিও কোনো প্রার্থী দেবে না।
চার আসনে জমিয়তের প্রার্থীরা
সংবাদ সম্মেলনে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।
- সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক
- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব
- নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
- নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী
জোট রাজনীতির অংশ হিসেবে সমঝোতা
জমিয়তে উলামায়ে ইসলামকে বাংলাদেশের ‘সর্বপ্রাচীন রাজনৈতিক দলগুলোর একটি’ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ নির্বাচনের স্বার্থে জোটভুক্ত দলগুলোর মধ্যে এই আসন সমঝোতা করা হয়েছে।
তিনি আরও বলেন, এই সমঝোতার মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্য আরও সুসংহত হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব পড়বে।
সংবাদ সম্মেলনে উপস্থিত
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ উভয় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
🔥 ত্রয়োদশ সংসদ নির্বাচন: জমিয়তকে ৪ আসন ছেড়ে দিল বিএনপি
#বিএনপি #জমিয়তে_উলামায়ে_ইসলাম #ত্রয়োদশ_সংসদ_নির্বাচন #আসন_সমঝোতা #বাংলাদেশেররাজনীতি #খেজুরগাছ #odhikarpatra
।

আপনার মূল্যবান মতামত দিন: