odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬
ফতুল্লায় চাঁদাবাজি ও হামলার অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত রায়হান খান

চাঁদাবাজির অভিযোগে জনরোষ, ফতুল্লায় গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

odhikarpatra | প্রকাশিত: ১ January ২০২৬ ২০:৩২

odhikarpatra
প্রকাশিত: ১ January ২০২৬ ২০:৩২

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় জনতার গণপিটুনিতে রায়হান খান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লা থানাধীন কাশিপুর দেওভোগ নাগবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে রায়হান খান স্থানীয় একটি গ্যারেজ থেকে ১ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। পরে কাছের একটি হোটেলের কর্মচারীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রায়হান বাসা থেকে একটি ধারালো অস্ত্র এনে ওই কর্মচারীকে মারধর করেন।

এ ঘটনার পর আশপাশের মানুষ ক্ষুব্ধ হয়ে রায়হানকে ঘিরে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ও কপালে গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রায়হান খান মৃত বিল্লাল খানের ছেলে। তার মায়ের নাম রেখা বেগম। স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকায়। তিনি ফতুল্লার তাঁতীবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, রায়হান খান একাধিক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার তিন ভাইয়ের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রায়হানের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: