odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্নঘুড়ি আমরা বাস্তবায়ন করেছি একাত্তরে।

'আমরা পারি' স্বপ্নঘুড়ির পথ ধরে শেখ হাসিনার সমৃদ্ধির পথে দেশ : তথ্যমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ April ২০১৮ ২১:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ April ২০১৮ ২১:৪৫

আজ পয়লা বৈশাখের বিকেলে রাজধানীর পূর্বাচলে হান্না কনভেনশন সেন্টার প্রাঙ্গণে বৈশাখী ঘুড়ি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,

  'বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্নঘুড়ি আমরা বাস্তবায়ন করেছি একাত্তরে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'আমরা পারি' স্বপ্নঘুড়ির পথ ধরে এখন সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ছি আমরা। এইপথ অসাম্প্রদায়িক ও বৈষম্যহীনতার পথ।'

বর্ষবরণ উৎসবকে বাঙালির প্রাণের উৎসব বলে বর্ণনা করে হাসানুল হক ইনু বলেন, ‘জাত-পাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক পয়লা বৈশাখ আমাদের সার্বজনীন আনন্দের রূপকার।'
আয়োজক সংস্থা 'এস ক্রিয়েশন'র পরিচালক শাহরীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, ওবায়দুর রহমান চুন্নু ও নাঈমুল আহসান জুয়েল।



আপনার মূল্যবান মতামত দিন: