odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে জীবন্ত কৈ মাছ গলায় আটকে

শ্রীনগরে জীবন্ত কৈ মাছ গলায় আটকে প্রান শিশুর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ April ২০১৮ ১৮:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ April ২০১৮ ১৮:৩৩

শ্রীনগরে জীবন্ত কৈ মাছ গলায়
আটকে প্রান গেল শিশুর

মুন্সীগঞ্জের শ্রীনগরে জীবন্ত কৈ মাছ গলায় আটকে সোহান বেপরী নামে (৪) বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায় রতন বেপারী তার ছেলে সোহানসহ স্বপরিবার শশুর বাড়ী সিংপাড়া বেড়াতে আসেন । গতকাল সকালে সোহানের নানা ইদুফকির নাতীকে খাওয়ানের জন্য বাজার থেকে কিনে আনে স্বদের কই মাছ।

ঘরের মানুষের অজান্তে একটি কৈ মাছের সাথে খেলা করতে গিয়ে একটি কৈ মাছ মুখে ডুকিয়ে ফেলে সোহান কিন্তু মাছটি জীবিত হওয়ায় নরাচরা করে ভিতরে চলে যায় । সিয়ামের চিৎকারে ঘরের মানুষ এগিয়ে আসলে দেখতে পান তার গলার ভিতর জেতা কই মাছ আটকে আছে এবং সোহানের নাক মুখ দিয়ে রক্ত জড়ছে । সাথে সাথে সোহানকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দুলাল হোসেন জানান, জীবন্ত কৈ মাছ খেলা করার এক পর্যায়ে শিশু সোহানের মুখে ঢুকে গলায় আটকে যায়। শিশুকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার শিশুকে মৃত ঘোষনা করেন।# ইমতিয়াজ বাবুলের ফেজবুক থেকে 



আপনার মূল্যবান মতামত দিন: