odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

ডিসেম্বরে নির্বাচনে ফাইনাল খেলা হবে সাহস থাকলে মাঠে আসুন -নাসিম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ April ২০১৮ ২১:৫০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ April ২০১৮ ২১:৫০


আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বিএনপিকে উদ্দেশ্যে করে ১৪ দলের মূখপাত্র ও স্বা’্ন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা খালি মাঠে আর গোল দিতে চাই না। আগামী ডিসেম্বরের নির্বাচনে ফাইনাল খেলা হবে, সাহস থাকলে নির্বাচনী মাঠে আসুন। পালিয়ে যাবেন না। পালিয়ে গেলে জনগন ক্ষমা করবেনা লাল কার্ড দেখাবে। মাঠে আসেন ফাইনাল খেলেন জনগন যে রায় দেবে আওয়ামীলীগ সরকার তা মেনে নেবে। তিনি আরো বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে। অন্য কারো অধিনে নয়। তত্ত¡াবধায়ক সরকার মারা গেছে তার জানাযা এমন কি চল্লিশাও হয়েছে আর জিবিত হবে না।
বিএনপি নেতাকর্মীদের উদ্যোশ্যে বলেন আন্দোলন কাকে বলে আপনারা জানেন না। আপনাদের নেত্রী থাকে জেলে আর নেতা কর্মীরা নাকে তেল দিয়ে ঘুমান আর পল্টন দলীয় কার্যালয়ে এসি রুমে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দায় সাড়া রাজনীতি করেন। এমন রাজনীতি করে ক্ষমতায় আসা যায় না এমনকি বেগম জিয়াকেও কোন আন্দোলন করে মুক্ত করতে পারবে না। বেগম জিয়াকে মুক্ত করতে হলে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে হবে। বিএনপি জামায়াত শুধু নৈরাজ্য সৃষ্টি করে দেশে ধংসযজ্ঞ চালিয়েছে। আর আওয়ামীলীগ দেশের উন্নয়ন করেছে। বর্তমান সরকারের উন্নয়ন সবার সামনে দৃশ্যমান। এতো উন্নয়নের পরেও যদি নৌকায় ভোট না দেন তাহলে দুঃখ পাব। গতকাল সোমবার ২ টায় শেরপুর ধুনট-নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমানের সভাপতিত্বে শেরপুর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স ৩১ শয়্যা থেকে ৫০ শয্যায় রুপান্তরিত ও ট্রমা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রসাশক মো. নুরে আলম সিদ্দিকী, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া বিএমএর সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক, শাহজামাল সিরাজী, আইয়ুব আলী প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন: