odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
শেখ হাসিনা কে আবার প্রধানমন্ত্রী দেখতে চাইলে তৃনমূল আওয়ামীলীগ কে সুসংগঠিত করতে এমিলির আহবান

তৃনমূল শক্তিশালী হলে নৌকা আবার ক্ষমতায় আসবে - এমিলি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ May ২০১৮ ২০:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ May ২০১৮ ২০:৩৬

 

আজ বুধবার ২রা মে রোজ বুধবার বিকাল ৪টায় পাচগাও ওয়াহিদ হালদার উচ্চ বিদ্যালয়ে তৃনমূল আওয়ামীলীগ কে সুসংগঠিত ও অধিকতর শক্তিশালী করার লক্ষে থানা আওয়ামীলীগ এর এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি মুন্সিগঞ্জ ২ আসনের  সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি,বলেন আওয়ামীলীগ কে আবার 

ক্ষমতায় দেখতে চাইলে, শেখ হাসিনাকে আবার প্রধান মন্ত্রী হিসাবে দেখতে চাইলে তৃনমূল 

আওয়ামীলীগ কে সু সংহত হওয়ার বিকল্প নাই ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আলহাজ্ব শেখ লুৎফর রহমান-সাধারণ সম্পাদক,জেলা আওয়ামীলীগ, মুন্সিগঞ্জ।
জনাব জগলুল হালদার ভূতো,
সম্মানিত সভাপতি,উপজেলা আওয়ামীলীগ।
জনাব হাফিজ আল আসাদ বারেক,
সাধারণ সম্পাদক, টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগ।
জনাব ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ,
সম্মানিত উপজেলা চেয়ারম্যান,
জনাব রাহাত খান রুবেল ও এমিলি পারভীন, ভাইস চেয়ারম্যান-
টংগিবাড়ী উপজেলা পরিষদ।

জনাব স্বপন হালদার, ওয়াহিদ হালদার, বাচ্ছু মাঝি, সহঃসভাপতি ও বেলায়েত হোসেন লিটন মাঝি, ইউপি চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক,হাজী মনির হোসেন, মোফাজ্জল হোসেন, টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগ।
জনাব জহিরুল হক লিটন ঢালী, চেয়ারম্যান, আউটশাহী ইউনিয়ন পরিষদ।
আকলিমা আখি,সদস্য - মুন্সীগঞ্জ জেলা পরিষদ।
হাজী মিলন চেয়ারম্যান,(সাবেক),এডভোকেট শহীদ ঢালী, মঞ্জুর হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ।

শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা।
গত সোমবার ৩০ শে এপ্রিল সোমবার রাত ১১ টায় থানা আওয়ামীলীগ নেতা আক্তার মোল্লার স্ত্রী অসুস্হাধীন অবস্হায় মারা যান।
আজ বুধবার বিকেল ৩ টায় বালিগাও (টংগিবাড়ী) শোকাহত পরিবারকে সান্তনা ও তাদের খোজ খবর নিতে উপস্হিত হন মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
উপস্হিত ছিলেন মরহুমার স্মামী জনাব আক্তার মোল্লা, জনাব আজগর হোসেন চঞ্চল, সাধারণ সম্পাদক,বালিগাও ইউনিয়ন আওয়ামীলীগ ওপরিবারের সদস্যবৃন্দ এবং অত্র ইউনিয়ন এর সম্মানিত নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: