odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু”গ্রুপের সংঘর্ষে পুরুষ শুন্য গ্রাম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ May ২০১৮ ২২:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ May ২০১৮ ২২:৪৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয়পক্ষ মুন্সীগঞ্জ সদর থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছে। এতে আতংকিত হয়ে উভয়পক্ষের বাড়ী পুরুষ শুন্য হয়ে পড়েছে।

সরেজমিনে বুধবার এলাকাটিতে গিয়ে জানাগেছে, মহেশপুর গ্রামের গফুর দেওয়ানের ছেলে জামাল দেওয়ানের সাথে একই গ্রামের পার্শবর্তী বাড়ীর তৈয়ব খাঁন এর সাথে টিনের ঘরের বৃষ্টির পানি পড়া নিয়ে কথা কাটাকাটি হয় । কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকদের মধ্যে মারামারি বেধে যায় । এতে উভয়পক্ষে জামাল দেওয়ান(৪৭),মামুন দেওয়ান (২৮),এছাক মিঝি (৪৫),বিল্লাল দেওয়ান (৫০) ও তৈয়ব আলী খাঁনের পক্ষের তৈয়ব আলী (৫৫),আক্কাস (৩৫),খলিল (৫০), আকলিমা (৩০) আহত হয় । উভয়পক্ষের গুরুত্বর আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে তৈয়ব আলী মারা গেছে এমন গুজব ছড়িয়ে জামাল দেওয়ানের বোন জামাই এছাক মিঝির বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । পাল্টা পাল্টি মামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।  এ ঘটনায় উভয় পক্ষের কাউকে আটক করতে পারেনি পুলিশ ।  

তৈয়ব আলীর স্ত্রী রেজিয়া বেগম অভিযোগ করে বলেন, গফুর দেওয়ান আমার স্বামীকে মারধর করেছে সে ঢাকা মেডিকেলে ভর্তি আছে । আমার ছেলে মেয়েরাও হাসপাতালে ভর্তি । এ ঘটনায় আমরা আগে মামলা করেছি । 

গফুর দেওয়ানের মেয়ে সালমা বেগম পাল্টা অভিযোগ করে বলেন,আমার ছেলে ২ জন তারা এখন গ্রামছাড়া । আমার ঘরে ভাংচুর ও লুটপাট হয়েছে । ঘরের আলমারিতে থাকা নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা, ৭ ভরি স্বর্নালংকার নিয়ে গেছে । 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, উভয়পক্ষের সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় ২ টি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।



আপনার মূল্যবান মতামত দিন: