odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
সকালে টংগিবাড়ী, বিকালে লোহজং, রাতে ঢাকার বিভিন্ন নেতৃবৃন্দের বাড়ী এভাবেই চলছে এমিলি।

লৌহজং এ উঠোন বৈঠক টংগিবাড়ীতে জনসংযোগ ব্যাস্ততম সময় পার করছে এমিলি।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ May ২০১৮ ২৩:২৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ May ২০১৮ ২৩:২৫

আজ শুক্রবার মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি টংগিবাড়ি ও লৌহজং উপজেলার বিভন্ন এলাকাজুড়ে গণ সংযোগ এবং বিভন্ন বাড়ী গিয়ে মানুষের খোজ খবর নেয় এবং তাদের অভাব অভিযোগ নিজ চোখে অবলোকন করে তিনি বিভিন্ন মানুষজন এর বাড়ীতে তাদের সামাজিক অনুসঠানে যোগদান করে এবং তাদের কে শেখ হাসিনার সময় দেশ এগিযাচ্চে উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার জন্য মা বোনদের প্রতি আহবান যানান, তিনি বলেন আমি লৌহজং, টংগিবাড়ীর এমন কোন বাড়ী নাই না গিয়েছি,

এমন কোন গ্রাম নাই উন্নয়নকাজ না করেছি এরপর এমিলি বিকেল ৪ টায় লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের দেলোয়ার খান এর বাড়িতে ইউনিয়ন আওয়ামীলীগ এর

নেতৃবৃন্দ নিয়ে উঠান বৈঠকে
প্রধান অতিথি বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন কুমার ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এর সভাপতি আলী আজগর চৌকদার।

বিশেষ অতিথি ছিলেন জনাব ফেরদৌস আলম খান, সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ।
সার্বিক তত্বাবধানে কুমারভোগ ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও কুমারভোগ ইউনিয়নের চেয়ারম্যান জনাব লুৎফর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব ইউনুস খান,বীর মুক্তিযোদ্ধা।
জনাব দেলোয়ার হোসেন খান,
জনাব রফিক মোল্লা, চেয়ারম্যান - তৈউটিয়া ইউনিয়ন পরিষদ,

জনাব নিলু মৃধা, মনির হোসেন মোড়ল মাষ্টার, আবুল বাশার, কামাল, সেলিম, ফরহাদ ও জামাল হোসেন সহ সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: