odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

চার মাস নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার শেহজাদ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ October ২০১৮ ১১:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ October ২০১৮ ১১:৫৯

অধিকারপত্র ডেক্স: অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙ্গার অপরাধে পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদকে সব ধরনের ক্রিকেট থেকে চার ‍মাসের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

শেহজাদের শাস্তি ২০১৮ সালের ১০ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। সব ধরনের ক্রিকেটে শেহজাদের এই নিষেধাজ্ঞা শেষ হবে নভেম্বরের ১০ তারিখে। এর মাঝের সময়টাকে শেহজাদকে পুনর্বাসনে রাখবে দেশটির বোর্ড।

 

পাকিস্তানের অ্যান্টিং ডোপিং আইনের দুটি ধারা লঙ্ঘন করেছেন শেহজাদ। তবে অভিযোগ মেনে নিলেও শেহজাদ জানান,পারফরম্যান্স ভালো করার উদ্দেশ্যে তিনি কোনো প্রতারণা করেননি।

 

ডোপিং করার নিয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ডোপিংয়ের বিষয়ে পিসিবি ক্রিকেটারদের এক চুল পরিমানও ছাড় দেবে না।



আপনার মূল্যবান মতামত দিন: