odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

মাহমুদুল্লাহ’র তৃতীয় শতক, রানের পাহাড়ে বাংলাদেশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ December ২০১৮ ১৪:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ December ২০১৮ ১৪:১৯

দলের পঞ্চপাণ্ডবের মধ্যে তিনি একজন। ওয়ানডে ক্রিকেটে বহুবার দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। ২০১৫ সালে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক শতক হাঁকান বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তিনি। তবুও টেস্ট খেলতে পারেন না মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটা অপবাদ রয়েছে। ক্যারিয়ারের ৪১ টেস্টে মাত্র একটি সেঞ্চুরি এই অপবাদের পালে হাওয়া দেয়।

চন্ডিকা হাতুরাসিংহের আমলে দল থেকে বাদও পড়তে হয় বর্তমান টেস্ট দলের এই সহঅধিনায়কের। তবে শেষ চার ইনিংসে দুই সেঞ্চুরি করে অপবাদ ঘুচিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি।

এবার মাহমুদুল্লাহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় শতক। ৯৯ রানের পরে চার মেরে ২০৩ বলে শতকটি পূরণ করেন।

মাহমুদুল্লাহ যোগ্য সঙ্গ দিচ্ছিলেন লিটন দাস। তবে লাঞ্চের পর ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন লিটন। এর পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মেহেদি মিরাজ। ২৬ বলে ২৮ রান করে জোমেল ওয়ারিকেনের বলে আউট হন তিনি।

মাহমুদুল্লাহ শতকে ৮ উইকেট হারিয়ে ৪৪০ রানে ব্যাট করছে বাংলাদেশ।

বাংলাদেশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), কিরণ পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রোস্টন চেজ, শিমরণ হেটমেয়ার, শেন ডরিচ(উইকেট-কিপার), জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিষু, কেমার রোচ ও শেরমন লুইস।



আপনার মূল্যবান মতামত দিন: