odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বিশ্বকাপের চেয়েও বড় আইপিএল!

Akbar | প্রকাশিত: ৫ May ২০১৯ ১৩:০৩

Akbar
প্রকাশিত: ৫ May ২০১৯ ১৩:০৩

ক্রীড়া, ০৫মে(অধিকারপত্র): বিশ্বকাপের চেয়ে বড় আর কী হতে পারে? মর্যাদা কিংবা ঐতিহ্যে ক্রিকেটের এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই আর। তবে দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স মনে করেন, আইপিএল এখন বিশ্বকাপের চেয়েও বড় টুর্নামেন্ট! সবার আগে প্লে-অফের দৌড় থেকে ছিটকেও গেছে তাঁর দল বেঙ্গালুরু।

এর পরও টুর্নামেন্টটির আকর্ষণ আর গতির জন্য বিশ্বকাপের চেয়েও এটিকে এগিয়ে রাখছেন তিনি, ‘জানি আমি এখন ভারতে আইপিএল খেলছি আর এখানে বসে এসব বলা সহজ। কিন্তু আমি বিশ্বের সব দেশের টুর্নামেন্টেই খেলেছি। আমার মনে হয় এটা বিশ্বকাপের চেয়েও বড়। এত জমজমাট, আকর্ষণীয় আর গতির টুর্নামেন্ট নেই আর।’ পিটিআই



আপনার মূল্যবান মতামত দিন: