odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

স্বর্ণ মুদ্রার স্মারক মূল্য পুন:নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

odhikar patra | প্রকাশিত: ২৬ August ২০১৯ ১৮:২৬

odhikar patra
প্রকাশিত: ২৬ August ২০১৯ ১৮:২৬

 ২৬ আগস্ট, ২০১৯  : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুন:নির্ধারণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

আজ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা এবং দু’টি স্মারক মুদ্রার মূল্য ৯০ হাজার টাকার স্থলে ১ লাখ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়। ঐ সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫০ হাজার টাকায় পুন:নির্ধারণ করা হলো।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: