odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বিধ্বস্ত বাংলাদেশ

odhikar patra | প্রকাশিত: ১৪ November ২০১৯ ১৪:৫৯

odhikar patra
প্রকাশিত: ১৪ November ২০১৯ ১৪:৫৯

দিনের শুরুতে টস জিতে বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে নামেন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।  দলীয় ১২ ও ব্যক্তিগত ৬ রানের মাথায় উমেশ যাদবের বলে সাজঘরে ফেরেন ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে ওপেনার ইমরুল কায়েস। মাঠে আসেন মুমিনুল হক। সপ্তম ওভারের শেষ ইশান্ত শর্মার বলে ব্যক্তিগত ৬ রানে ফেরেন সাদমান। দলীয় ১২ রানের মাথায়ই ফেরেন দুই ওপেনার। সাদমানের পর চার নাম্বারে মাঠে আসেন মোহাম্মদ মিথুন।

ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে দলীয় ৩১ রানের মাথায় সাজঘরে ফেরেন মোহাম্মদ মিথুন। ব্যক্তিগত ১৩ রানে মোহাম্মদ সামির বলে ফেরেন তিনি। তার পরে মাঠে আসেন মুশফিকুর রহিম। অধিনায়ক মুমিনুর রহমানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মুশফিক। দুইজন মিলে দলীয় সংগ্রহ নিয়ে যান ১০০ এর কাছাকাছি। তবে এক রান বাকি থাকতেই ঘটে ছন্দপতন। ইনিংসের ৩৮তম ওভারের প্রথম বলে দলীয় ৯৯ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক।

মাহমুদুল্লাহ রিয়াদ এরপর মাঠে আসেন। তখনও ক্রিজের আরেক প্রান্ত আঁকড়ে ধরে আছেন মুশফিক। তবে ক্রিজে বেশিক্ষণ টিকতে থাকতে পারেননি মাহমুদুল্লাহ। দলীয় ১১৫ রানের মাথায় ব্যক্তিগত ১০ রানেই ফেরে তিনি। মাহমুদুল্লাহর পরে মাঠে আসেন লিটন দাস। এরপর মুশফিক ফেরেন ব্যক্তিগত ৪৩ রান করেন। এর পরের বলেই শূন্য হাতে সাজঘরে ফেরেন মুশফিকের পরে মাঠে আসা মেহেদি হাসান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইনিংসের ৫৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ১৪০ রান।



আপনার মূল্যবান মতামত দিন: